এবার পেট্রোল পাম্পে মিলবে গ্যাস সিলিন্ডার, গ্যাসের ক্ষেত্রেও চালু হচ্ছে মোবাইলের মত পোর্টেবেল কানেকশ

এবার পেট্রোল পাম্পে মিলবে ছোট গ্যাস সিলিন্ডার, গ্যাসের ক্ষেত্রেও চালু হচ্ছে মোবাইলের মত পোর্টেবেল কানেকশন সিস্টেম

এবার পেট্রোল পাম্পে মিলবে ছোট গ্যাস সিলিন্ডার, গ্যাসের ক্ষেত্রেও চালু হচ্ছে মোবাইলের মত পোর্টেবেল কানেকশন সিস্টেমভারতের মেট্রো শহরগুলির বেশ কিছু পেট্রোল পাম্পে ছোট গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলপাম্পে এই ৫ কেজির ছোট গ্যাস সিলিন্ডার বিক্রি হবে ভর্তুকিহীন মূল্যে।

আপাতত পেট্রোল পাম্প থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি কোকো পেট্রোল পাম্পেই সীমাবদ্ধ থাকবে। দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু। এই চারটি শহরেই পেট্রোল পাম্পে ছোট গ্যাস সিলিন্ডার বিক্রি শুরু হচ্ছে।

মোবাইল ফোনের মত এবার গ্যাসের ক্ষেত্রেও চালু হয়ে গেল পোর্টেবেল কানেকশন সিস্টেম। মানে গ্যাস পরিষেবা খারাপ হলে চাইলে খুব সহজেই গ্রাহক সংস্থা পরিবর্তন করে ফেলতে পারবেন।

শুক্রবার পেট্রোল পাম্পে গ্যাস সিলিন্ডার বিক্রির সূচনা করবেন পেট্রোলপাম্প প্রকল্পের সূচনা করবেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মৌলি।






First Published: Wednesday, October 2, 2013, 16:38


comments powered by Disqus