Govt may hike IT exemption limit to Rs 5 lakh: Sources

মোদীর প্রথম বাজেটে বড় চমক, কর ছাড়ের উর্ধ্বসীমা বাড়িতে হতে পারে ৫ লক্ষ

মোদীর প্রথম বাজেটে বড় চমক। বাড়তে পারে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা। বর্তমানে বড় ছাড়ের সীমা ২ লক্ষ টাকা। তা বেড়ে হতে পারে ৫ লক্ষ টাকা। গৃহঋণ ও স্বাস্থ্যবিমার কর ছাড়। বাড়তে পারে কর ছাড়ের সীমা।

বিশেষজ্ঞ মহলের মতে, কেন্দ্রীয় সরকারের এই নয়া সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে এটা কর বিন্যাসে বড় পদক্ষেপ হবে। সাধারণ মানুষের করে বোঝাও যে অনেকটাই লাঘব হবে, তাও মানছে অনেকে।

First Published: Friday, June 13, 2014, 20:28


comments powered by Disqus