আর্থিক সঙ্কটেও ভাল কাজ করেছে রাজ্য সরকার, টাউন হলে দাঁড়িয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী

আর্থিক সঙ্কটেও ভাল কাজ করেছে রাজ্য সরকার, টাউন হলে দাঁড়িয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী

আর্থিক সঙ্কটেও ভাল কাজ করেছে রাজ্য সরকার, টাউন হলে দাঁড়িয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রীচরম আর্থিক সঙ্কটে দাঁড়িয়েও চলতি আর্থিক বছরে ভাল কাজ করেছে রাজ্য সরকার। টাউন হলের বৈঠকে মন্ত্রী-আমলাদের কাজের মূল্যায়নের পর এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দফতরের কাজে খুশি না হওয়ায় মুখ্যমন্ত্রীর ভর্ত্‍সনার মুখে পড়েন মন্ত্রী সাবিত্রী মিত্র এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর ভর্ত্‍সনা থেকে রেহাই পাননি তাঁর নিজের হাতে থাকা তথ্য দফতরের প্রধান সচিবও। গত চার মাসে কোন মন্ত্রী কতটা কাজ করেছেন? কাজের নিরিখে কে পাশ কে ফেল? তার মূল্যায়ন করতেই শুক্রবার টাউন হলে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রীরা ছাড়াও বৈঠকে ছিলেন বিভিন্ন দফতরের সচিব ও জেলা শাসকরা। নিজের সরকারের কাজের মূল্যায়নের পর মোটের ওপর খুশিই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারের কাজে আরও গতি আনতে জানুয়ারি মাসেই প্রশাসনিক ক্যালেন্ডার প্রকাশ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

টাউনহলের বৈঠকে কাজের নিরিখে মুখ্যমন্ত্রীর বিচারে অন্য মন্ত্রীদের পিছনে ফেলে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা পেয়েছেন দুই মন্ত্রী। কাজের জন্য প্রশংসিত হয়েছেন মন্ত্রী মলয় ঘটক এবং ফিরহাদ হাকিমও।

সরকারে আসার পর থেকে মন্ত্রী-আমলাদের কাজ খতিয়ে দেখতে এর আগেও টাউন হলে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। কাজে খুশি না হওয়ায় ভর্ত‍সনাও করেছিলেন একাধিক মন্ত্রীকে। এবারেও ভর্ত্‍সনার হাত থেকে রেহাই পাননি রাজ্যের দুই মন্ত্রী। কান্দির হোমকাণ্ডের জেরেই সম্ভবত ভর্ত্‍সনা করা হয়েছে সমাজকল্যান দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রকে। আবাসন দফতরের টাকা খরচ না করতে পারায় তিরস্কার জুটেছে মন্ত্রী অরূপ বিশ্বাসেরও। শুক্রবারের বৈঠকে তাত্‍পর্যপূর্ণভাবে নিজের হাতে থাকা তথ্য দফতরের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভর্ত্‍সনা করেন দফতরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্যকে।

First Published: Friday, December 20, 2013, 20:52


comments powered by Disqus