রাজ্যের দেওয়া তথ্য বিভ্রান্তিকর, অসীম দাশগুপ্ত, Govt`s stats are misleading: Asim DasGupta

রাজ্যের দেওয়া তথ্য বিভ্রান্তিকর, অসীম দাশগুপ্ত

রাজ্যের দেওয়া তথ্য বিভ্রান্তিকর, অসীম দাশগুপ্তরাজ্যের অর্থসঙ্কট নিয়ে সরকারের দেওয়া ভুল তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে। সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেছিলেন, রাজ্যের মোট আয়ের চুরানব্বই শতাংশ ব্যয় হয় বেতন, ভাতা এবং বিভিন্ন ঋণের সুদ মেটাতে। বাজেট বইতে অর্থমন্ত্রী অমিত মিত্র যে পরিসংখ্যান দিয়েছিলেন, তা উদ্ধৃত করে অসীমবাবুর দাবি, এই সংখ্যাটা চুরানব্বইয় নয়, হবে চুয়াত্তর শতাংশ। অসীমবাবুর বক্তব্য, ফলে এ নিয়ে সরকারের দাবি ঠিক নয় বলে মন্তব্য করেন অসীম দাশগুপ্ত। তাঁর দাবি, রাজ্যের হাতে মোট আয়ের ছাব্বিশ শতাংশ থাকছে উন্নয়ন খাতে ব্যয়ের জন্য।

First Published: Thursday, October 27, 2011, 19:01


comments powered by Disqus