তথ্য প্রযুক্তি আইনের সংস্কার করবে কেন্দ্র

তথ্য প্রযুক্তি আইনের সংস্কার করবে কেন্দ্র

তথ্য প্রযুক্তি আইনের সংস্কার করবে কেন্দ্রদেশ জুড়ে সমালোচনার জেরে অবশেষে ২০০০-এর তথ্য প্রযুক্তি আইনের ৬৬-র এ ধারা পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। ঘটনাচক্রে আজই সুপ্রিম কোর্টে এই আইন সংশোধন নিয়ে একটি জনস্বার্থ মামলা গৃহীত হয়। তার বেশ কিছু পরে এই আইন পরিবর্তনের সিদ্ধান্ত জানায় কেন্দ্র।

প্রধান বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ আজ জানায় সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে প্রয়োজনে স্যুয়ো মোটো বিচারাধিকার প্রয়োগ করা হতে পারে। এত দিনেও এই ধারাকে কেউ চ্যালেঞ্জ করেনি কেন সে বিষয়েও বিস্ময় প্রকাশ করে এই বেঞ্চ।

দিল্লির এক ছাত্রী শ্রেয়া সিংঘলের দায়ের করা একটি জনস্বার্থ মামলা জরুরী ভিত্তিতে শুনানি শুরু করবে শীর্ষ আদালত। যদিও, সরকারই এখন এই ধারা পরিপর্তন করার ইঙ্গিত দিয়েছে। সূত্রে খবর, এই ধারা কার্যকরী করার ক্ষেত্রে রাজ্যগুলিকে বেশ কিছু নির্দেশনামা পাঠিয়েছে কেন্দ্র। এই ধারায় অভিযোগ নিতে গেলে স্টেশন হাউস অফিসারের আগে আইজির ডেপুটি কমিশনারের অনুমোদন নিতে হবে।

অম্বিকেশ মহাপাত্র থেকে বাল ঠাকরেকে নিয়ে মহারাষ্ট্রে দুই তরুণী গ্রেফতার, সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তি আইনের ৬৬-র এ ধারায় বেশ কিছু গ্রেফতারের ঘটনা ঘটেছে।

First Published: Thursday, November 29, 2012, 20:14


comments powered by Disqus