Last Updated: May 25, 2013 22:26

শনিবার ফের নজরুল তীর্থ তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এসেই সল্টলেকের ইন্দিরাভবনে নজরুল ইসলামের নামে গবেষণাগার তৈরির কথা ঘোষণা করেছিল তৃণমূল সরকার। ইন্দিরা ভবনের নাম বদল করে নজরুল ভবন করারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজনৈতিক চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় সরকারকে। নজরুল তীর্থ কোথায় তৈরি হবে তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।সল্টলেকের ইন্দিরা ভবন। ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ইন্দিরা ভবনেই হবে নজরুল ইসলাম গবেষণাগার।
মুখ্যমন্ত্রীর ঘোষণায় তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। চলতে থাকে দফায় দফায় বিক্ষোভ।
অবশেষে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয় মুখ্যমন্ত্রীকে।
শনিবার আবার নজরুল তীর্থ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দায়িত্বে ফিরহাদ হাকিম। তবে কোথায় হবে, গোপন রাখলেন মুখ্যমন্ত্রী।
আবারও কী ইন্দিরা ভবনেই। এবার একেবারে গোপনে? জল্পনার শুরু।
First Published: Saturday, May 25, 2013, 22:26