Last Updated: May 8, 2014 22:45

গরমে রোদ সকলেরই ত্বক পুড়ে গিয়ে কালো হয়ে যায় সকলেরই। পোড়া ভাব তুলতে পারে বেসন, লেবু, হলুদের এই ঘরোয়া প্যাক।
এই ঘরোয়া প্যাক যেকোনও ধরনের ত্বকের পক্ষেই উপকারী। ত্বকের পোড়া ভাব কাটিয়ে উজ্জ্বল রং ফিরিয়ে আনার পাশপাশি মোলায়েম ও চকচকে ভাবও ধরে রাখতে সাহায্য করে এই প্যাক।
কী কী লাগবে
বেসন-১ চা চামচ
লেবুর রস-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
গোলাপ জল
কীভাবে লাগাবেন-
বেসন, লেবুর রস ও হলুদ গুঁড়ো গোলাপ জলে গুলে পেস্ট বানিয়ে নিন। পুরো মুখে ভাল করে লাগান। শুকোনো পর্যন্ত অপেক্ষা করবেন। আগেই তুলে ফেলবেন না। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখে ধুয়ে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে নিন।
First Published: Thursday, May 8, 2014, 22:45