Last Updated: July 10, 2014 17:19

প্রত্যাশা মতই নতুন সরকার প্রথম বাজেটেই ঢালাও বিদেশী বিনিয়োগে সবুজ সংকেত দিল। বাজেট প্রস্তাব পাঠের শুরুতেই সরকারের মনোভাব স্পষ্ট করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরবর্তী দুঘণ্টায় এক এক করে ডানা মেলেছে সরকারের এক একটি সংস্কারি পরিকল্পনা।
পুঁজির যোগান বাড়াতে প্রতিরক্ষা ও বিমা ক্ষেত্রে ৪৯% পর্যন্ত প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিদেশ বিনিয়োগ নিয়ন্ত্রিত হবে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশনাল বোর্ডের মাধ্যমে।
এর পাশাপাশি, নির্মাণ ক্ষেত্রেও এফডিআইকে স্বাগত জানিয়েছে কেন্দ্র। পুঁজি টানতে ন্যূনতম বিনিয়োগ দশ লক্ষ ডলার থেকে কমিয়ে পাঁচ লক্ষ ডলার করা হয়েছে। প্রকল্প এলাকার ন্যূনতম আয়তন ৫০ হাজার বর্গমিটার থেকে কমিয়ে বিশ হাজার বর্গমিটার করা হয়েছে ।
কেন্দ্রের দাবি, এফডিআইয়ে ছাড়পত্রের ফলে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ শিল্পে গতি আসবে। বিদেশ থেকে আমদানির পরিবর্তে, এদেশেই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করা যাবে। যদিও, বাজেট পেশের পরেই কয়েকটি দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থার শেয়ার পড়ে গিয়েছে। বিমাক্ষেত্র থেকেও এসেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে নির্মাণক্ষেত্রে এফডিআইয়ের ছাড়পত্রকে স্বাগত জানিয়েছে।
First Published: Thursday, July 10, 2014, 17:19