Last Updated: February 11, 2012 09:34

বরাতজোরে রক্ষা পেলেন ইমরান খান! শুক্রবার সন্ধেয় পাকিস্তানের কাইবার-ফাখতুনওয়া প্রদেশের সোয়াবিতে তেহরিক-ই-ইনসাফের নেতার সভায় গ্রেনেড ও গুলিবর্ষণ করে জঙ্গিরা। কিন্তু হামালার কিছুক্ষণ আগেই প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক সভাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন। এই গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ১ ব্যক্তি। আহত ৬ পুলিশকর্মী সহ ১২ জন। রয়েছেন, ইমরানের দলের স্থানীয় কয়েকজন নেতাও। বিস্ফোরণের পরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিস। ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা মঞ্চের অনতিদূরে রাখা একটি বাস লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে এবং সভাস্থলে মোতায়েন নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
First Published: Saturday, February 11, 2012, 11:03