Last Updated: July 8, 2013 20:12

একেই বলে প্রেমের জোয়ার! সেই জোয়ারে ভেসেই বিয়ে করে ফেললেন ইরাকের ৯২ বছর বয়সী মুসালি মহম্মদ আল-মুজামি। পাত্রী ২২ বছরের মুনা মুখিফ আল-জুবুরি। গত বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দু`জনে। বিয়ের প্রায় সব ছবিতেই সুন্দরী স্ত্রীর পাশে হাসিমুখে বসে রয়েছেন আল-মুজামি।
মুজামির এটা দ্বিতীয় বিয়ে। তিন বছর আগে বিয়ে ৬০ বছর পর মারা যান প্রথম স্ত্রী। ১৬টি সন্তান রয়েছে মুজামির। নিজের থেকে ৭০ বছরের ছোট স্ত্রীর পাশে বসে ৯২ বছরের পাত্র জানালেন, আমার "এখনও নিজেকে ২০ বছরের মনে হয়!"
সত্যিই!! প্রেমে পড়লে কী-ই না হয়!!
First Published: Monday, July 8, 2013, 20:12