Last Updated: March 21, 2012 16:37

কর্নাটকের পর এবার গুজরাট। বিধানসভা কক্ষের মধ্যেই অশ্লীল ছবি দেখার অভিযোগ উঠল গুজরাটের ২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসার পরেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার।
মঙ্গলবার শঙ্কর চৌধুরীর ট্যাবলেটে অশ্লীল ছবি দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান ২ বিধায়ক শঙ্কর চৌধুরী এবং জেঠা ভরওয়াদ। বিধানসভার মিডিয়া গ্যালারিতে বসে থাকা এক সাংবাদিক প্রথমে বিষয়টি স্পিকারের নজরে আনেন। জানা গিয়েছে, ২ বিজেপি বিধায়ক যখন অশ্লীল ছবি দেখছিলেন, তখন রাজ্যের জলসম্পদ দফতরে বাজেটে আর্থিক সহায়তা নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। ওই সাংবাদিকের দাবি, শঙ্কর চৌধুরী তাঁর ট্যাবলেটটি ভরওয়াদকে দেখাচ্ছিলেন। প্রথমে তাঁরা স্বামী বিবেকানন্দের ছবি দেখছিলেন। তারপর কার্টুন দেখছিলেন। এরপরই অশ্লীল ছবি দেখতে শুরু করেন।
যদিও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে ও সাজানো। এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে বলেও অভিযোগ বিজেপির। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে কর্নাটক বিধানসৌধ ভবনে অশ্লীল ছবি দেখার অভিযোগ উঠেছিল ৩ বিজেপি বিধায়কের বিরুদ্ধে।
First Published: Wednesday, March 21, 2012, 16:46