ব্যস্ত সময়ে হাওড়া স্টেশনে চলল গুলি, আতঙ্কে নিত্যযাত্রীরা

হাওড়া স্টেশনে চলল গুলি, আতঙ্কে নিত্যযাত্রীরা

হাওড়া স্টেশনে চলল গুলি, আতঙ্কে নিত্যযাত্রীরাসকালের ব্যস্ত সময়ে ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনের সাবওয়েতে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল একজন দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পূর্ব মেদিনীপুরের এগরা থানার তাজপুরের বাসিন্দা শেখ মইনুদ্দিন। চিকিৎসার জন্য কলকাতায় আসছিলেন তিনি।

তাঁর হাতে ও পায়ে গুলি লাগে। হাওড়া সদর হাসপাতালে চিকিতসাধীন  রয়েছেন শেখ মইনুদ্দিন। গুলি চলায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্ত যুবক শেখ আসলাম, শেখ মইনুদ্দিনের আত্মীয় বলে জানা গেছে। গুলি চালিয়ে সাবওয়ে থেকে পালিয়ে গেলেও পরে হাওড়ার গোলাবাড়ি থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত শেখ আসলাম। যদিও আসলামকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিসের। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটিও।  

First Published: Saturday, June 22, 2013, 15:22


comments powered by Disqus