টরন্টোয় নতুন রূপে গুপি-বাঘা

টরন্টোয় নতুন রূপে গুপি-বাঘা

টরন্টোয় নতুন রূপে গুপি-বাঘাটরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে আত্মপ্রকাশ করতে চলেছেন গুপি-বাঘা। এবারে অ্যানিমেশনে আসতে চলেছে গুপি-বাঘা। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেই প্রথম নতুন রূপে দেখা যাবে তাঁদের।

২ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে হিন্দি অ্যানিমেশন ছবি `গুপি গাওইয়া বাঘা বাজাইয়া।` ২০১০ সালে গুলজারের গুপি গাইন, বাঘা বাইনের হিন্দি অনুবাদ পড়েছিলেন অ্যানিমেটর শিল্পা রেনেডে। তারপরই দেখা করেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার প্রধান নন্দিতা দাসের সঙ্গে। ছবি সম্পর্কে শিল্পা জানালেন, "খুব কম খরচে ডিজনির সঙ্গে ছবি বানিয়েছি। ইউরোপিয়ান অ্যানিমেশন থেকে অনেকটা আলাদা এই ছবি। পাপেট, পেন্টিং ও ছড়ার ছলে বলা হয়েছে গল্পো। ছবির চিত্রনাট্য লিখেছেন সৌমিত্র রেনেডে। মূল বিষয় এক রেখে চিত্রনাট্যে ছোট ছোট পরিবর্তন আনা হয়েছে।"

সনাতনী ভারতীয় সঙ্গীতের ধারা কর্ণাটকি, হিন্দুস্তানি ও ভরুদ মিশিয়ে ছবির মিউজিক করেছেন থ্রি ব্রাদার্স অ্যান্ড আ ভায়োলিন। ফেস্টিভ্যালের পরই ভারতে মুক্তি পাবে অ্যানিমেশন ছবি।

First Published: Sunday, August 18, 2013, 11:59


comments powered by Disqus