Last Updated: April 8, 2012 15:19

পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ভারত সফর। হাইপ্রোফাইল সফর ঘিরে স্বভাবতই এলাহি আয়োজন দিল্লিতে। ৭ রেসকোর্সে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে বৈঠকের পর মধ্যাহ্নভোজ।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, পাক প্রেসিডেন্টের পাতে পড়ল ভারতের সব অংশেরই স্পেশাল মেনু। বিভিন্ন উপমহাদেশীয় পদ। দক্ষিণের ধোসা থেকে বাংলার গুড়ের সন্দেশ। মধ্যাহ্নভোজের ছিল গোস্ত বররা কাবাব, মুর্গ কোফতা মখনি, করেলি ডাল পোস্ত, কচ্চি গোস্ত বিরিয়ানি, ব্লুবেরি মুজ, আভায়াল (মিক্সড্ ভেজিটেবল), চিংড়ি মাছ, কোল্ড মেলন, মিন্ট সুপ, সব্জি শামী কাবাব, মশলা ধোসা, তোরি ভুজিয়া, পনীর জলফ্রেজি, ভিন্ডি কুরকুরি, মুগ ডাল তরকা, সব্জি বিরিয়ানি ও জেতুনি মুর্গ সিক৷ ছিল বিভিন্ন ধরনের রুটিও৷ জারদারির শেষপাতে ফিরনি ও বাংলার গুড়ের সন্দেশ।
First Published: Sunday, April 8, 2012, 15:53