গুড়িয়া কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

গুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টেরগুড়িয়া কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঘটনার সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এজন্য রাজ্যকেও তীব্র ভাষায় ভর্ৎসনা করেছে হাইকোর্ট।

হাইকোর্টের মতে ঘটনার যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল তা হয়নি। তাই সিবিআইয়ের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের হাতে আজই সমস্ত নথিপত্র তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।    

গুড়াপের দুলাল স্মৃতি সংসদ থেকে নিখোঁজ হয়ে যায় আবাসিক গুড়িয়া। পরে হোমেই তাঁর দেহ উদ্ধার হয়। চব্বিশ ঘণ্টার খবরে সেই ঘটনা সামনে আসে। এরপর সামনে আসে আরও দুই আবাসিকের মৃত্যুর খবর। সিআইডি এতদিন ঘটনার তদন্ত করলেও, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।






First Published: Monday, February 18, 2013, 23:10


comments powered by Disqus