Last Updated: December 6, 2011 20:40

পূর্ব নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির শ্রমিক ধর্মঘট পিছনো সম্ভব নয়। আজ এআইটিইউসির রাজ্য দফতরে একথা জানান সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত। একই দিনে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা থাকায় মুখ্যমন্ত্রীর কাছে পরীক্ষার সূচি বদলের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
২৮ ফেব্রুয়ারি লাগামছাড়া মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে ১১টি শ্রমিক সংগঠন। তাতে সামিল বাম-ডান শ্রমিক সংগঠনগুলি। অন্য দিকে একই দিনে রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ইতিমধ্যেই নির্ধারিত দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত জানান পরীক্ষার সূচি বদলের পদ্ধতিগত কোনও সমস্যা নেই। অতীতেও বহুবার পরীক্ষার সূচি বদল হয়েছে।
তবে ঘাটালের সিপিআই সাংসদ গুরুদাসবাবু জানিয়েছেন, শেষ পর্যন্ত যদি পরীক্ষার সূচি বদল না হয় তবে পরীক্ষার্থীদের স্বার্থ ক্ষুন্ন না করে ধর্মঘটের ব্যাপারে বিকল্প পথ খোঁজার চেষ্টা করবে রাজ্যের শ্রমিক সংগঠনগুলি। সেই সঙ্গে তিনি আশাপ্রকাশ করেন, পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে অযথা বিতর্কের সৃষ্টি হতে দেবেন না।
First Published: Tuesday, December 6, 2011, 20:42