Last Updated: September 3, 2013 14:13

এ বার ফেসবুকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। কালিম্পংয়ে আজকের অনুষ্ঠান মঞ্চটা অনেকটাই তৃণমূলের সমাবেশ বলে মনে হচ্ছে বলে ফেসবুকে লিখেছেন তিনি। সমাবেশ মঞ্চকে নীল-সাদা রংয়ে মুড়িয়ে ফেলাকেই কটাক্ষ করেছেন বিমল গুরুং।
লেপচা সম্প্রদায়ের মানুষ যেন তাঁদের প্রতীকী মেরুন রঙ না বদলান সেই আবেদনও জানিয়েছেন তিনি। ফেসবুক বার্তায় মোর্চা সভাপতি লিখেছেন, সরকার পাহাড়ের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। এই ফাঁদে যেন লেপচা সম্প্রদায়ের মানুষ পা না দেন, সেই আবেদনও জানিয়েছেন বিমল গুরুং।
লেপচা বোর্ড গঠন নিয়েও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। গোর্খাল্যান্ডের দাবি জোরদার হওয়ার পরই লেপচা বোর্ড গঠন করা হয়েছে বলে দাবি করেছেন মোর্চা সভাপতি। পাহাড়ের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতেই এই সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। একই সঙ্গে অবশ্য ফেসবুকে বিমল গুরুং লিখেছেন, যে এভাবে পাহাড়ের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না।
First Published: Tuesday, September 3, 2013, 14:13