Last Updated: March 11, 2012 17:06

একাধিক রাজ্যের চাপের মুখে শেষ পর্যন্ত তুলো রফতানির সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হল কেন্দ্র। রবিবার জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানান, তুলো রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তিনি বলেন, ``তাঁতশিল্প, তুলোচাষিদের স্বার্থের কথা মাথাই রেখেই তুলো রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিশেষ মন্ত্রিগোষ্ঠী।`` সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান আনন্দ শর্মা।
তুলো রফতানির উপর নিষেধাজ্ঞা ইস্যুতে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন গুজরাটের কয়েকজন বিধায়ক। বিষয়টি নিয়ে একাধিক বৈঠকের পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ মন্ত্রিগোষ্ঠী তুলো রফতানির উপর নিষেধাজ্ঞা তোলার সিদ্ধান্ত নেয়। এর আগে, ৫ মার্চ ভারত থেকে বিদেশে তুলো রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতায় সরব হয় গুজরাট সহ একাধিক রাজ্য। এমনকী, কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনায় মুখর হন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ারও।
First Published: Sunday, March 11, 2012, 17:06