পরিবহণে বেতন বাবদ ভর্তুকি দেবে না রাজ্য সরকার

পরিবহণে বেতন বাবদ ভর্তুকি দেবে না রাজ্য সরকার

পরিবহণে বেতন বাবদ ভর্তুকি দেবে না রাজ্য সরকারঅনিশ্চয়তার মুখে পড়ে গেল ৫টি রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ সংস্থার কর্মীরা। মঙ্গলবার রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র জানিয়ে দিলেন, রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থাগুলির কর্মচারীদের বেতন বাবদ ভর্তুকি আর দেবে না রাজ্য সরকার। পরিবহণ সংস্থাগুলিকে আয়ের ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হবে। এমনকী পরিবহণ সংস্থাগুলি থেকে ভবিষ্যতে ছাঁটাইয়ের ইঙ্গিতও দিয়েছেন মন্ত্রী। ক্ষমতায় এসেই তত্কালীন পরিবহণ মন্ত্রী সুব্রত বক্সী বলেছিলেন, পাঁচটি রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থার জন্য বিপুল আর্থিক দায়ভার বহন করা সরকারের পক্ষে সম্ভব নয়। এবার সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিবহণমন্ত্রী মদন মিত্রও পরিষ্কার জানিয়ে দিলেন, পরিবহণ সংস্থাগুলির বেতনে কোনও ভর্তুকি দেবে না সরকার। শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে পরিবহণ সংস্থাগুলির কর্মীদের বিরুদ্ধে পরিবহণ মন্ত্রীর গুরুতর অভিযোগ, সরকারের বেতন নিলেও সরকারি সংস্থায় কাজের পরিবর্তে তাঁরা দলীয় কার্যালয় বা নেতাদের বাড়িতে কাজ করেন। পরিবহণ সংস্থায় সরকারি ভর্তুকি নিয়ে গত কয়েকমাস ধরেই টানাপোড়েন চলছিল। পরিবহণ মন্ত্রীর এদিনের ঘোষণায় মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবহণ সংস্থার কর্মীদের। রকার পরিবহণে ভাড়া বাড়ায়নি। আয় বাড়ানোর কোনও রাস্তা করেনি। এই অবস্থায় ভর্তুকি ছাড়া সংস্থাগুলি কীভাবে চলবে, বা আদৌ চালানো সম্ভব হবে কী না, তা নিয়ে কর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রশ্ন। 


First Published: Tuesday, January 24, 2012, 20:10


comments powered by Disqus