পুলিসি হেফাজতে অসিত মাহাত

পুলিসি হেফাজতে অসিত মাহাত

পুলিসি হেফাজতে অসিত মাহাতজনসাধারণের কমিটির মুখপাত্র অসিত মাহাতকে সাত দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম মহকুমা আদালতে। এর আগে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিস। অসিত মাহাতর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা দায়ের রয়েছে। জ্ঞানেশ্বরী কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে তাঁর নাম থাকলেও, প্রমাণের অভাবে পরে তাঁর নাম বাদ দেয় সিবিআই। গতকাল শালবনির ভীমপুরের গোরানেতা গ্রামে অভিযান চালিয়ে অসিত মাহাতকে গ্রেফতার করা হয়। সিবিআই তাঁকে জেরা করবে বলে জানা গেছে। জ্ঞানেশ্বরী-কাণ্ডে অসিত মাহাতর কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা, তা খতিয়ে দেখবেন তাঁরা। জেরায় কোনও তথ্য মিললে 'সুন অ্যারেস্ট'-এর আবেদনের মাধ্যমে তাঁকে আবার জ্ঞানেশ্বরী মামলায় যুক্ত করতে পারে সিবিআই।

First Published: Monday, November 14, 2011, 19:30


comments powered by Disqus