হাবরায় আবার ডাকাতি

হাবরায় আবার ডাকাতি

Tag:  habra dacoity
হাবরায় আবার ডাকাতিস্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন গৃহকর্তা। বাড়িতে একা আছেন তাঁদের ছেলে। সেই খবর পেয়ে ছেলের চোখ বেঁধে অবাধে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবরার জয়গাছিতে।

অভিযোগ, শুক্রবার রাত তিনটে নাগাদ এলাকার বাসিন্দা অনির্বাণ দত্তের বাড়িতে হামলা চালায় চার-পাঁচজনের ডাকাতদল। ঘরে ঢুকেই গামছা দিয়ে অনির্বাণের চোখ বেঁধে ফেলে দুষ্কৃতীরা। এরপর সোনা-রুপোর গয়না, মোবাইল, ঘড়ি, নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

First Published: Saturday, May 12, 2012, 15:55


comments powered by Disqus