Last Updated: January 6, 2014 22:42

মেরু ঝঞ্ঝা। আর তাতেই কানাডা আর উত্তর-পূর্ব আমেরিকার তাপমাত্রা নেমে যেতে পারে হিমাঙ্কের ৫১ ডিগ্রি নীচে। এমনই সতর্কবার্তা দিয়েছে মার্কিন আবহাওয়া দফতর।
একটানা তুষার ঝড়ের পর এবার হাড় হিম করা ঠান্ডায় বিপর্যস্ত মার্কিন মুলুকের উত্তর পূর্বাংশ। এইসব এলাকার মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে প্রশাসন। স্কুলগুলিতে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কানাডার একটা বড় অংশ গত চারদিন ধরে বিদ্যুতহীন। পরিসংখ্যান বলছে গত দুই দশকে এরকম শীতের কবলে পড়েনি মার্কিন মুলুক।
First Published: Monday, January 6, 2014, 22:43