Last Updated: January 21, 2013 17:02

ছাতনাতলায় গুলি করে খুনে অভিযোগ দায়ের হল পাত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এবার প্রতারণা ও খুনের অভিযোগ দায়ের করলেন হালিশহরের ওই মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত রাজীব বসুর পরিবার। পাত্রপক্ষের তরফেও রবিবার সরকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।
শনিবার রাতে হালিশহরে বিয়ের আসরে ঢুকে পাত্র শৌভিক দেকে গুলি করে খুন করা হয়। ঘটনায় মূল অভিযুক্ত রাজীব বসুও জনতার মারে মারা যান। ছেলের মৃত্যুর জন্য সুমিতা আর তার পরিবারের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত রাজীবের পরিবার।
কাঁচরাপাড়া রেল কলোনির বাবু ব্লকের বাসিন্দা বসু পরিবারের দাবি সুমিতা ও তাঁর পরিবার তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। মর্মান্তিক ঘটনার পরে সুমিতা বারবার রাজীবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করে দাবি করেছিলেন, অনেক বছর ধরেই পান দোকানের মালিক রাজীব তাঁকে উত্যক্ত করতেন। রবিবারই সুমিতার পরিবারের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছিল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শৌভিকের পরিবার। সুমিতার সঙ্গে বিয়ের সময় ছাতনাতলায় রাজীবের গুলিতে নিহত হন সৌভিক।
First Published: Monday, January 21, 2013, 17:02