Last Updated: March 28, 2012 15:58

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রাখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জমা পড়েছিল। বুধবার বলবন্ত সিং রাজোয়ানায় মৃত্যুদণ্ড স্থগিত নিয়ে প্রকাশ সিং বাদলের কথা হয় রাষ্ট্রপতির সঙ্গে। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়, আপাতত স্থগিত রাখা হচ্ছে এই সিদ্ধান্ত।
বিয়ন্ত সিংয়ের হত্যাকারী বলবন্ত সিং রাজোয়ানার মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে দিনকয়েক ধরেই চাপানউতোর চলছিল পঞ্জাবের রাজনীতিতে। ৩১ মার্চ রাজোয়ানার ফাঁসির দিন ঠিক হয়েছিল। ফাঁসির দিন যতই এগোচ্ছিল ততই চাপ বাড়ছিল শিরোমনি অকালি দলের ওপর। মৃত্যুদণ্ড রদের দাবিতে সরব হয় কয়েকটি শিখ সংগঠনও। মৃত্যুদণ্ড রদের আবেদন জমা পড়ে রাষ্ট্রপতির কাছে। চাপের মুখে পঞ্জাব সরকার আশ্বস্ত করে ফাঁসির আবেদন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবে। বলবন্ত সিংয়ের মৃত্যুদণ্ড রদের দাবিতে বুধবার পঞ্জাবে বনধের ডাক দেয় বেশকয়েকটি শিখ সংগঠন। জনজীবনে বনধের ভালই প্রভাব পড়ে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে বুঝে পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং উপমুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বুধবার যান নয়াদিল্লিতে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন প্রকাশ সিং বাদল। এরপর সন্ধের দিকে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যায় বিয়ন্ত সিংয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হল। স্বভাবই কেন্দ্রের এই ঘোষণায় স্বস্তিতে মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।
First Published: Wednesday, March 28, 2012, 23:02