Last Updated: August 11, 2012 15:01

দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন হামিদ আনসারি। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জী হামিদ আনসারিকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন।
চলতি সপ্তাহের মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ পদপ্রার্থী হামিদ আনসারি এনডিএ প্রার্থী জশবন্ত সিংকে ২৩৮ ভোটে পরাজিত করেন। পঁচাত্তর বছরের আনসারি ৪৯০টি প্রথম পছন্দের ভোট পেয়েছেন। অন্যদিকে, জশবন্ত সিং পেয়েছেন ২৩৮ টি ভোট।
এবারের রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি নির্বাচন দ্বিতীয় ইউপিএ`র জোট শক্তির প্রমাণ করার পরীক্ষা ছিল বলেই মনে করা হচ্ছিল। উপরাষ্ট্রপতি পদের দৌড়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসসহ ইউপিএ-র সব শরিকই আনসারিকে সমর্থন করে। ফলে, ২০১৪`র নির্বাচনের আগে এই রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস জোট সমন্বয়কে কার্যত সফল ভাবেই প্রমাণ করতে পারল বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, পর পর দু`বার নির্বাচিত আনসারি ২০০৭ এর তুলনায় এবার বেশি ভোট পেয়েছেন।
First Published: Saturday, August 11, 2012, 15:01