চিনকে চিনে হ্যাটট্রিক হ্যামিলটনের

চিনকে চিনে হ্যাটট্রিক হ্যামিলটনের

চিনকে চিনে হ্যাটট্রিক হ্যামিলটনেরকঠিন চিনা গ্রাঁ পিক্স জিতে লুইস হ্যামিলটন বুঝিয়ে দিলেন এবার তিনি জিততে এসেছেন। মরসুমের চারটি রেসের মধ্যে পরপর তিনটিতে জিতে নিলেন ২০০৮ ফর্মুলা ওয়ান ব্রিটিশ চ্যাম্পিয়ন ড্রাইভার। চিনের অত্যাধুনিক ট্র্যাকে গাড়ি চালানো বেশ কঠিন। বিশেষজ্ঞরা বলেন, চিনে ট্র্যাকের গতি প্রকৃতি ঠিকমত চিনতে না পারলে যে কোনও মুহূর্তে অঘটন ঘটতে থাকে। সেটাই করলেন হ্যামিলটন। চিনের ট্র্যাক ঠিকমত চিনে বাকিদের ছাপিয়ে গেলেন হ্যামিলটন।

মার্সিডিজ যে এবার রেডবুলকে টেক্কা দিতে সবরকম মরিয়া চেষ্টা করেছে, সেটা দারুণরকম প্রমাণ হচ্ছে। মরসুমের চারটি রেসেই জয়ী হলেন মার্সিডিজের চালকরা। মরসুমের প্রথম রেস অস্ট্রেলিয়ান গ্রাঁ পিক্সে জেতেন মার্সিডিজের নিকো রসবার্গ। মালয়েশিয়া, বাহারিন,চিনে জিতলেন হ্যামিলটন। এখনও পর্যন্ত চারটি রেসের পর শীর্ষে রসবার্গ (৭৯), দুই হ্যামিলটন (৭৫), তিনে আলান্সো (৪১)

মার্সেডিজের অপর চালক নিকো রসবার্গ সতীর্থ হ্যামলিটনের পরেই রেস শেষ করলেন। তিন নম্বরে থাকলেন ফার্নান্দো আলান্সো। চলতি মরসুমে আলান্সোর এটাই প্রথম পোডিয়াম ফিনিশ। পাঁচ নম্বরে শেষ করলেন গত চারবারের বিশ্বচ্যাম্রিয়ন সেবাস্তিয়ান ভেটেল।



চাইনিজ গ্রাঁ পিক্সে প্রথম দশ--
‍১) লুইস হ্যামিলটন (মার্সেডিজ)
২ ) নিকো রসবার্গ (মার্সেডিজ)
৩) ফার্নান্দো আলান্সো (ফেরারি)
৪) ড্যানিয়েল রিকার্ডো (রেড বুল)
৫) সেবাস্তিয়ান ভেটেল (রেড বুল)
৬) নিকো হুলকেনবার্গ (ফোর্স ইন্ডিয়া)
৭) ভালতেরি বোতাস (উইলিয়ামস)
৮) কিমি রাইকোনান (ফেরারি)
৯) সার্জিও পেরেজ (ফোর্স ইন্ডিয়া)
১০) ড্যানিয়েল কেয়াত (তোরো রোজো)

First Published: Sunday, April 20, 2014, 16:01


comments powered by Disqus