Last Updated: May 22, 2012 10:09

অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় ট্রেন দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু
হয়েছে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী মুকুল রায়। আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। গতকাল রাত
তিনটে পঁচিশ মিনিটে পেন্নেকোন্ডা স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে হুবলি থেকে বেঙ্গালুরুগামী হাম্পি এক্সপ্রেস। দুর্ঘটনায় হাম্পি এক্সপ্রেসের তিনটি কামড়া লাইনচ্যুত হয়েছে। যার মধ্যে একটি লাগেজ ভ্যান ও দুটি অসংরক্ষীত কামরা। লাইনচ্যুত তিনটি কামরার মধ্যে একটি কামরার সামনের দিকে আগুন ধরে যায়। রেলের এক মুখপাত্র জানিয়েছেন, দমকলের চেষ্টায় এসএলআর-এ লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পেন্নেকোন্ডা স্টেশনের আউটার সিগনাল লক্ষ্য করেননি হাম্পি এক্সপ্রেসের চালক। প্রাথমিকভাবে চালককে দায়ী করা হলেও সিগনালিং সিস্টেমে গলদ ছিল কী না তানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রেনের যে স্পিড ছিল তাতে চালকের সিগনাল ফেল করার কথা নয়। ফলে সিগনালিং ব্যবস্থায় গলদের সম্ভাবনা জোরদার হয়েছে। কারণ সাম্প্রতিককালে একাধিক ট্রেন দুর্ঘটনায় প্রাথমিকভাবে চালককে দায়ী করা হলেও পরে জানা গেছে অটো সিগনালিং ব্যবস্থার গলদই ছিল মূল কারণ। একাধিক ট্রেন দুর্ঘটনাতেই দেখা গেছে, কন্ট্রোল রুমে লাল দেখালেও লাইনে সিগনাল গ্রিন ছিল। তা মেনে চালক এগিয়ে যাওয়ায়র ফলেই দুর্ঘটনা ঘটেছিল সেইসব ক্ষেত্রে। এক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অল্পবিস্তর আহতদের পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান হয়েছে। কর্ণাটক সরকার মৃতদের পরিবারকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের পঁচিশ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে চিকিত্সা। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে যান রেলের একটি চিকিত্সক দল। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মুকুল রায়। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। দক্ষিণ রেলের নিরাপত্তা কমিশনার এস কে মিত্তলের নেতৃত্বে এই তদন্ত হবে। যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
দুর্ঘটনার তথ্য জানতে বেঙ্গালুরু, বেল্লাড়ি, হস্পেট এবং হুবলিতে সহায়তা কেন্দ্র খুলেছে রেল।
সহায়তা কেন্দ্রের হেল্পলাইন নম্বরগুলি হলঃ-
বেঙ্গালুরু: ০৮০-২২৩২১১৬৬/ ২২১৫৬৫৫৩/ ২২১৫৬৫৫৪
বেল্লাড়ি: ০৮৩৯২২৭৭৭০৪
হস্পেট: ০৮৩৯৪-২২১৭৮৮
হুবলি: ০৮৩৬-২৩৪৫৩৩৮/ ২৩৪৬১৪১/ ২২৮৯৮২৬
First Published: Tuesday, May 22, 2012, 13:53