তিরিশ বসন্ত পেরিয়ে বিজেশি ক্যাট আজ বলিউডের চিকনি চামেলি

তিরিশ বসন্ত পেরিয়ে বিজেশি ক্যাট আজ বলিউডের চিকনি চামেলি

তিরিশ বসন্ত পেরিয়ে বিজেশি ক্যাট আজ বলিউডের চিকনি চামেলিএকত্রিশে পা দিলেন বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ। ৯ বছর আগে বলিউডে পা রেখেছিলেন তিনি। বিদেশি, সলমন খানের গার্লফ্রেন্ড, সব তকমা মুছে ফেলে আজ তিনি বলিউডের চিকনি চামেলি। প্রযোজকদের ১০০ কোটির অন্যতম বাজি ক্যাটরিনার জন্মদিনে বলিউড শুভেচ্ছা জানাল টুইটারে।

শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী দীপিকা পাডুকোন। টুইট করেছেন, "শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক ভালবাসা। আশা করি তোমার জীবনের সেরা বছর হোক এটা।"

সাম্প্রতিক কালে রনবীর কপূরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শিরোনামে থেকেছেন ক্যাট। গত সপ্তাহে প্রকাশ পেয়েছে হৃতিক রোশনের সঙ্গে তাঁর আগামী ছবি ব্যাং ব্যাংয়ের ফার্স্ট লুক। এরপরই জগ্গা জসুস ছবিতে তাঁর সঙ্গে রনবীরের রিয়েল লাইফ কেমিস্ট্রি দেখায় আশায় রয়েছেন দর্শক।

First Published: Wednesday, July 16, 2014, 13:07


comments powered by Disqus