Last Updated: August 4, 2012 20:11

নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। আসমুদ্রহিমাচল ভারতবাসীর কাছে অবশ্য তিনি কিশোর কুমার। আজ সেই কিংবদন্তি গায়কের ৮৩তম জন্মদিন। গায়ক, অভিনেতা, সুরকার, গীতিকার, নির্দেশক, প্রযোজক, স্ক্রিপ্ট-লেখক কিশোরদার জন্ম হয় ১৯২৯-এর ৪ অগাস্ট ।
বলাই বাহুল্য, আজও তাঁর অনবদ্য গান বা সুর ঠিক আগের মতোই জনপ্রিয়। `নাদিয়া সে দারিয়া` বা `ছু কার মেরে মন কো` আজও নতুন প্রজন্মের `ফেভারিট`এর তালিকায়। প্রায় চার দশক পরেও একইরকম জনপ্রিয়তার দৃশ্য একেবারেই বিরল। কিশোর কুমার এমন একজন গায়ক যিনি সবচেয়ে বেশি সংখ্যক পুরষ্কার পেয়েছেন `শ্রেষ্ঠ পুরুষ গায়ক` হিসেবে।
কিছুদিন আগে শোনা গিয়েছিল পরিচালক অনুরাগ বসু কিশোর কুমারকে নিয়ে একটি সিনেমা করবেন। তাতে কিশোর কুমারের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয় করার কথা ছিল। তবে এই ছবির মুক্তি নিয়ে কিছুই জানা যায়নি।
কিশোর কুমারের ৮৩তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
First Published: Saturday, August 4, 2012, 20:11