জন্মদিনে কাজল

জন্মদিনে কাজল

জন্মদিনে কাজলঅভিনেত্রী হিসেবে তাঁর খ্যাতি আকাশচুম্বী। এখনও তাঁর জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেন এমন অভিনেত্রী খুব বেশি নেই বলিউডে। প্রতিদিন তিনি হয়ে উঠেছেন অতুলনীয়। তিনি কাজল। আর আজ সবথেকে বেশি সংখ্যক `ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী` পুরস্কার প্রাপ্ত ওই অভিনেত্রীর জন্মদিন।

`দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে` খ্যাত ওই অভিনেত্রী বলিউড কে দিয়েছেন একের পর এক হিট ছবি। শুধু বক্স অফিস সাফল্য নয়, তিনি একই সঙ্গে কাজ করেছেন অন্য স্বাদের ছবিতেও। ১৯৯২-তে `বেখুদি` দিয়ে বলিউডের যাত্রা শুরু করেন তানুজা-তনয়া কাজল। তবে এই ছবিতে খুব একটা সাড়া জাগাতে পারেননি কাজল। পরের বছরেই মুক্তি পায় আব্বাস-মস্তানের `বাজীগর`। বলাই বাহুল্য এই ছবি দিয়েই বলিউডের এক নতুন ইতিহাসের প্রথম পরিচ্ছদ লেখা শুরু হয়। শাহরুখ খান-কাজল জুটি তার পর থেকেই আম ভারতবাসীর মনের মণিকোঠায় খাস আসন দখল করে। ১৯৯৫-তে ভারতের ফিল্ম ইতিহাসের সফলতম ছবি দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে মুক্তি পায়। `দুশমন`, `কুছ কুছ হোতা হায়` বা `কভি খুশি কভি গম` এর মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

২০০১ সালে অভিনেতা অজয় দেবগণ এর সঙ্গে তাঁর বিয়ে হয়। তারপর দীর্ঘদিন
বলিউড দুনিয়া থেকে দূরে সরে যান কাজল। ২০০৬ সালে তাঁর সুপারহিট `কামব্যাক` `ফানা। বিপরীতে আমির খান। এবারও তিনিই পান `শ্রেষ্ঠ অভিনেত্রী`-র পুরস্কার।

বয়সের সঙ্গে যে অভিনয় দক্ষতা বা সৌন্দর্য কিছুই কমে যায় না তা কাজল কে দেখলে একেবারেই পরিষ্কার হয়ে যায়।

অসংখ্য ভক্তের সঙ্গে আমরাও তাঁকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা জানালাম।

First Published: Sunday, August 5, 2012, 18:37


comments powered by Disqus