Last Updated: April 21, 2013 20:34

ক্রিকেট কেরিয়ারে এখন ডামাডোল চলছে হরভজন সিংয়ের। এবার তাই টার্বুনেটর মন দিলেন সেলুলয়েডে কেরিয়ার বানাতে। প্রযোজক হিসেবে আগামি তেসরা মে অভিষেক ঘটতে চলেছে অফস্পিনার হরভজনের। সেদিন ভাজ্জির প্রোডাকশন হাউসের উদ্বোধন হবে।
থাকবেন সচিন, ধোনি থেকে শুরু করে অক্ষয় কুমার, সলমন খানের মত তারকাও। ইতিমধ্যে তাঁর প্রোডাকশনের তৈরি প্রথম ফিল্মে অভিনয়ের জন্য অফার দেওয়া হয়েছে বলিউডের বেশ কয়েকজন তারকাকে।
First Published: Sunday, April 21, 2013, 20:34