Last Updated: August 29, 2012 21:07

একদিনের ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ৩ হাজার রানের ল্যান্ডমার্ক পেরোলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাসিম আমলা। মাত্র ৫৭টি ইনিংস খেলেই ৩ হাজার রানের গণ্ডী টপকে গেলেন আমলা।
গত কয়েক মরসুম ধরে দুরন্ত ফর্মে রয়েছেন আমলা। আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডসের দখলে। ৬৯ ইনিংসে ৩ হাজার রান করেছিলেন ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি। ৭২ ইনিংসে ৩ হাজার রানের মাইলস্টোন পেরিয়েছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম তুললেন আমলা। কোহলির ঠিক আগেই চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অপর এক তারকা ক্রিকেটার গ্যারি কার্স্টেন। দশম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বোটা দিপেন্নার। দ্বিতীয় ভারতীয় হিসেবে নবম স্থানে রয়েছেন নভজ্যোত সিং সিধু। ৭৯ ইনিংসে ৩ হাজার রান করার রেকর্ড তাঁর দখলে।
সাউদ্যাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে আমলার ১৫০ রানের দুর্দান্ত ইনিংসের দৌলতে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন আমলা।
First Published: Wednesday, August 29, 2012, 21:10