বরুণ বিরোধে আদালতের দারস্ত ইউপি সরকার

বরুণ বিরোধে আদালতের দারস্ত ইউপি সরকার

বরুণ বিরোধে আদালতের দারস্ত ইউপি সরকার কুরুচিকর মন্তব্য করেছিলেন বরুণ। তা সত্ত্বেও বিজেপি সাংসদকে ক্লিনচিট দেওয়ার বিরোধ জানিয়ে আদলতে গেল উত্তরপ্রদেশ সরকার। মঙ্গলবারই বিপিভিট সেশন কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। গোটা মামলাটি নতুন করে শুরু করার জন্য একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য মামলাটির শুনানি চলাকালীনই সাক্ষী প্রভাবিত করার অভিযোগ ওঠে। ১৪ জন সারকারি অধিকারিক আদালতের সামনে বায়ান বদল করেন। এমনকী, পিলভিটের জেলা শাসকও নিজের অবস্থান থেকে ঘুরে দাঁড়ান।




First Published: Wednesday, May 29, 2013, 20:02


comments powered by Disqus