Last Updated: March 4, 2014 21:50

---------------------------------------------------------------
অন্ধদের ক্রিকেট দেখে প্রেরণা পেয়েছিলেন তিনি। অন্ধদের ক্রিকেট থেকে অনেক কিছু শিখেছেন তিনি। এমন কথাই জানালেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বললেন, ১৪-১৫ বছর আগে তিনি মুম্বইয়ে অন্ধদের এক ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে আসেন।
দেখে অবাক হয়ে যান কী করে শুধু কানে শুনেই কোনও মানুষ এত ভাল খেলতে পারে। শুধু কানে শুনেই কী করে রান করা যায়, উইকেট নেওয়া যায় এবং সেগুলোকে উপভোগ করা যায়। মাস্টার ব্লাস্টার বললেন, প্যাশানের কথা মনে হলেই তাঁর মনে সবার আগে আসে বাইশ গজে অন্ধ মানুষদের ক্রিকেটপ্রেম।
এদিকে, ব্রেট লি বললেন তাঁর চোখে লারার চেয়ে এগিয়ে সচিন তেন্ডুলকর।
First Published: Tuesday, March 4, 2014, 21:50