মদন মিত্রের নির্দেশের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের

মদন মিত্রের নির্দেশের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের

মদন মিত্রের নির্দেশের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের রাজ্য ক্রীড়া দফতরের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। জেলার ক্রীড়াসংস্থাগুলিকে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল ক্রীড়া দফতর।

রাজ্যের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার পরিচালন সমিতিকে  ভেঙে দিয়েছে রাজ্যের ক্রীড়া দফতর। সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের ক্রীড়াদপ্তরের বিরুদ্ধে হাইকোর্টে  মামলা করেছিল বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থাগুলো। বৃহস্পতিবার প্রথম শুনানিতে ক্রীড়া দফতেরর সিদ্ধান্তের উপর  স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
 
দুর্নীতি এবং জেলায় ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে অনীহার অভিযোগে ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের নির্দেশে পয়লা জুন ভেঙে দেওয়া হয়েছিল রাজ্যের সমস্ত ক্রীড়া সংস্থার পরিচালন সমিতিকে। এর প্রতিবাদে সব জেলার প্রতিনিধিরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার সময় দেওয়া হবে। না-হলে আইনের রাস্তায় যাবে। সরকার পুনর্বিবেচনা না-করায় হুগলি, নদিয়া, উত্তর ও দঃ দিনাজপুর রাজ্যের ক্রীড়ামন্ত্রীর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট মামলা করে। রাজ্য ক্রীড়া দফতর ১৫ জুনের মধ্যে জেলার ক্রীড়াসংস্থাগুলিকে ভেঙে দিয়ে জেলা শাসকদের দায়িত্ব নিতে বলেছিল। ক্রীড়ামন্ত্রীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উত্তর ২৪ পরগনার জেলা ক্রীড়াসংস্থার সচিব তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন।
 

First Published: Friday, June 15, 2012, 09:05


comments powered by Disqus