ভূপতি-বোপান্নার নির্বাসনের উপর স্থগিতাদেশ

ভূপতি-বোপান্নার নির্বাসনের উপর স্থগিতাদেশ

ভূপতি-বোপান্নার নির্বাসনের উপর স্থগিতাদেশআদালতে স্বস্তি পেলেন মহেশ ভূপতি আর রোহন বোপান্না। দুই ভারতীয় টেনিস তারকার নির্বাসনের উপর স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট ।অলিম্পিকে লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধতে অস্বীকার করায় ভূপতিদের দু বছরের জন্য নির্বাসিত করেছিল সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)।মহেশ ভূপতি আর রোহন বোপান্নার নির্বাসনের উপর স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট।ভারতের এই দুই টেনিস তারকাকে দু বছরের জন্য নির্বাসিত করেছিল অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন মহেশরা।শনিবার কর্ণাটক হাইকোর্ট ভূপতিদের দুবছরের নির্বাসনের উপর স্থগিতাদেশ জারি করেছে ।

টুইটারে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ভূপতি এবং বোপান্না।বিশেষজ্ঞরাও মনে করছেন নিয়ম মেনে নির্বাসিত করা হয়নি ভূপতি-বোপান্নাকে।এজন্য কয়েকটি কারণ দেখিয়েছেন তাঁরা। প্রথম কারণটি হল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার অনুমতি ছাড়াই এআইটিএ নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে। এআইটিএর এথিক্স কমিটির কোনও খেলোয়াড়কে নির্বাসিত করার এক্তিয়ার রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। এথিক্স কমিটিই এই নির্বাসনের নির্দেশ দিয়েছিল। কোর্ট অফ আর্বিট্রেশনের নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড়কে নির্বাসিত করার আগে তাঁকে শোকজ করতে হয়। কিন্তু ভূপতিদের ক্ষেত্রে সেই নিয়ম মানেনি এআইটিএ।

First Published: Saturday, September 22, 2012, 15:52


comments powered by Disqus