দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মহারাষ্ট্রে নিহত ১৫, Head on collision between two busses

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মহারাষ্ট্রে নিহত ১৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মহারাষ্ট্রে নিহত ১৫ কুয়াশা ঘেরা হাইওয়েতে দু`টি লাক্সারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৫ জন। সোমবার ভোরে মহারাষ্ট্রের বুল্দানা জেলার এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন দু``টি বাসের ৭০ জন যাত্রী। প্রশাসন সূত্রে খবর, এঁদের মধ্যে ২০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সোমবার ভোর ৪টে নাগাদ মহারাষ্ট্রের বুল্দানা জেলার মেখারে নাগপুর-ঔরঙ্গাবাদ হাইওয়ের ওপর দু`টি লাক্সারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দু`টি বাসের মধ্যে একটি নাগপুর থেকে পুণে এবং অন্যটি পুণে থেকে অমরাবতীর দিকে যাচ্ছিল। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বাস দু`টিতে। সংঘর্ষের অভিঘাতের পাশাপাশি আগুনে পুড়েও মৃত্যু হয় কয়েকজন যাত্রীর।

First Published: Monday, November 28, 2011, 16:25


comments powered by Disqus