স্বাস্থ্য সচেতনাতার সালতামামি!

স্বাস্থ্য সচেতনতার সালতামামি!

স্বাস্থ্য সচেতনতার সালতামামি!মহিলাদের স্বাস্থ্য, প্রসবকালীন মায়ের সুস্থতা থেকে শিশুর টীকাকরণ। স্বাস্থ্যের সমস্ত সূচকেই পিছিয়ে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ রাজ্যগুলি। রেজিস্ট্রার জেনারেলের দফতরের জাতীয় স্বাস্থ্য সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান, ওড়িশা এবং অসম। এই রাজ্যগুলির ২৮৪ জেলায় সমীক্ষা চালিয়েছিল রেজিস্ট্রার জেনারেলের দফতর। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই সমীক্ষার রিপোর্ট।

রিপোর্টে প্রকাশ, জন্মনিয়ন্ত্রক ব্যবহারের ক্ষেত্রে রাজস্থানের মহিলারা সবচেয়ে এগিয়ে, সবার পিছনে উত্তরপ্রদেশের মহিলারা। পরিবার পরিকল্পনার চাহিদা সবচেয়ে বেশি বিহারের মহিলাদের মধ্যে, সবচেয়ে কম রাজস্থানের মহিলাদের মধ্যে। মহিলাদের বিবাহের ন্যূনতম বয়সের নিরিখে উত্তরাখণ্ডের ছবি সবচেয়ে উজ্জ্বল। সবচেয়ে পিছিয়ে রয়েছেন রাজস্থানের মহিলারা। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ওড়িশা, সবচেয়ে পিছিয়ে ঝাড়খণ্ড। নিরাপদ প্রসবের মানদণ্ডে সবচেয়ে এগিয়ে মধ্যপ্রদেশ, সবার পিছনে ঝাড়খণ্ড, শিশুর টীকাকরণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য উত্তরাখণ্ড, সবচেয়ে পিছিয়ে রয়েছে ওড়িশা।

First Published: Wednesday, July 18, 2012, 16:42


comments powered by Disqus