Last Updated: May 19, 2014 22:19

গরমে হাঁসফাঁস করতে থাকা রাজ্যবাসীর কোনও সুখবর নেই। আগামী ৪৮ ঘণ্টায় গরম আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গেই চলবে তাপপ্রবাহ। সম্ভাবনা নেই বৃষ্টিরও। বাতাসে জলীয় বাস্পের পরিমান বেশি থাকায় বাড়বে অস্বস্তি।
এ বছর রাজ্যজুড়ে চলতে থাকা এই আবহাওয়াকে কিছুটা ব্যতিক্রমী বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এপ্রিলের টানা গরমকেও ছাপিয়ে যাচ্ছে মধ্য মেয়ের আবহাওয়ার পরিস্থিতি। একটানা রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাজ্যে বর্ষা আসতে বিলম্ব হতে পারে বলেও জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। সাধারণত জুনের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা এলেও এবারে বর্ষার আগমনে জুনের মাঝামাঝি লেগে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
First Published: Monday, May 19, 2014, 22:19