পুঞ্চে সীমান্ত বরাবর ভারত-পাক গুলির লড়াই অব্যাহত

১৪ বছর পর গুলি চলল কার্গিলে

১৪ বছর পর গুলি চলল কার্গিলেফের সীমান্তে অস্ত্র সম্বরণ চুক্তি লঙ্ঘন। গত ১০ দিনে এই নিয়ে ১৭ বার। তবে তারচেয়েও বড় খবর ১৪ বছর পর পাকিস্তান গুলি চালাল কার্গিলে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নিশানায় আসে কার্গিল, দ্রাস সেক্টর। ১৯৯৯ এর কার্গিল যুদ্ধের পর এই প্রথম সেখানে গুলি চালাল পাক সেনা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

পুঞ্চে সীমান্ত বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে গুলির লড়াইও অব্যাহত রয়েছে। গতকাল সারারাত ধরে গুলি চালায় উভয়পক্ষ। এখনও বেশ কিছু সেক্টরে দু`দেশের মধ্যে গুলি বিনিময় চলছে।

গতকাল সকালে পাকিস্তানী সেনা বাহিনীর গুলিতে আহত হন তিন ভারতীয় জওয়ান। আহত হয়েছেন বেশ কিছু সাধারণ মানুষও। এরপরেই ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দশ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাক সেনা।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতির উদ্দেশে ভাষণের সময় পাকিস্তানকে কড়া বার্তা দেন। পাকিস্তানের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ না হলে ভারত সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান।

স্বাধীনতা দিবসের দিন পুঞ্চের বালাকোটে এলওসি বরাবর সকাল ৭টা ৩০নাগাদ প্রথম গুলি চালায় পাক সেনা। পাক সেনার গুলিতে আহত ভারতীয় সেনা বাহিনীর এক কুলি আজ প্রাণ হারিয়েছেন।







First Published: Friday, August 16, 2013, 17:43


comments powered by Disqus