Last Updated: December 31, 2013 19:20

ভারী তুষারপাতে দেশের বাকি অংশের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল ভূস্বর্গ। বন্ধ শ্রীনগর জম্মু-জাতীয় সড়ক। তুষারপাতের প্রভাব পড়েছে রেল ও বিমান যোগাযোগেও। কাঁপতে কাঁপতেই দুহাজার তেরোকে বিদায় জানিয়েছেন, উত্তর ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারা।
বছরের শেষ দিনে, মরশুমের প্রথম ভারী তুষারপাতের মুখ দেখলেন শ্রীনগরের বাসিন্দারা। গত দুমাস ধরে লাগাতার ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছিলেন মানুষ। প্যচপ্যচে আবহাওয়ায় ছড়াচ্ছিল অসুখ বিসুখ। শ্রীনগরবাসী বলছেন, বরফ পড়ায় এবার অসুখ বিসুখ সেরে যাবে।
তুষারপাত না হলেও শীতে কাঁপছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান সর্বত্রই একই ছবি। কোথাও কোথাও শূন্য ডিগ্রির নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের পূর্বাংশে বৃষ্টিতে আরও খারাপ হয়েছে পরিস্থিতি।
উত্তর ভারত থেকে বয়ে আসা হিমশীতল হাওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে এরাজ্যেও। মঙ্গলবার কলকাতা সহ জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।
First Published: Tuesday, December 31, 2013, 19:20