Last Updated: April 9, 2014 23:16

কতকিছুই খোয়া যায় জীবনে। এবারে আমেরিকা`স গট ট্যালেন্টের অডিশনে হেইদি ক্লমের ব্রা চুরি করলেন এক জাদুকর। এনবিসি ইউনিভার্সাল সামার প্রেস ট্যুরে ৪০ বছরের হেইদি জানান, এই মুহূর্তেই আমি ব্রা পরেছিলাম, পরমুহূর্তেই দেখি ওটা পারফর্মারের হাতে।
এমনকী, অন্য বিচারক হাউই ম্যান্ডেলকে হেইদি দেখানও যে তাঁর ব্রা সঠিক জায়গায় নেই। কীভাবে তা পারফরর্মারের কাছে গেল তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন ব্লন্ড বিউটি। বিখ্যাত অন্তর্বাস সংস্থা ভিক্টোরিয়া সিক্রেটের মডেল হেইদি ক্লম। যদিও এ দিন বিখ্যাত হিরে খচিত ভিক্টোরিয়া সিক্রেট ব্রা পরে ছিলেন না হেইদি। একটি সাধারণ পুশ আপ ব্রা জুটেছে জাদুকরের কপালে।
First Published: Wednesday, April 9, 2014, 23:16