Last Updated: September 18, 2013 13:46

ক্রাইস্ট চার্চ স্কুলে ভাঙচুরে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন অধ্যক্ষা হেলেন সরকার। তাঁর অভিযোগ, পুলিসের সামনেই ভাঙচুর হয়েছে। সাহায্য করেনি পুলিস। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ না করে উল্টে জনতার কথাতেই প্রভাবিত হয়েছে পুলিস।
একইসঙ্গে তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন। পুলিসের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়ে ছিলেন বলেও জানালেন অধ্যক্ষা। স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা দাসের অস্বাভাবিক মৃত্যুর পরদিন স্কুলে হামলা চালানো হয়। এরপরই স্কুলের অধ্যক্ষা হেলেন সরকারকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার জামিন পান তিনি৷ ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আজ তাঁকে জামিন দেয় বারাকপুর আদালত৷ তবে হেলেন সরকারকে ৩০ সেপ্টেম্বর আদালতে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷
First Published: Wednesday, September 18, 2013, 14:53