Last Updated: October 5, 2011 20:28

নিউইয়র্কের নদীতে ভেঙে পড়ল বিমান । দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ জানিয়েছেন
দুর্ঘনার কারণ জানা যায়নি। তবে ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। দুর্ঘটনার পর উদ্ধার কাজে হাত লাগায় উদ্ধারকারী দল।
মহিলাকে উদ্ধার করলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ভেঙে পড়া বিমানের বেশকিছুটা অংশ জলের তলায় ছিল।
টেনেহেঁচড়ে তাও বের করেন উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে হাত লাগিয়েছিল কমপক্ষে সাত জন।
বিমান যাত্রীদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাইলটের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিমান যাত্রীরা।
First Published: Wednesday, October 5, 2011, 20:28