মানিকতলা থেকে নিখোঁজ হেয়ার স্কুলের ছাত্র

মানিকতলা থেকে নিখোঁজ হেয়ার স্কুলের ছাত্র

মানিকতলা থেকে নিখোঁজ হেয়ার স্কুলের ছাত্রকলকাতার মানিকতলা এলাকা থেকে নিখোঁজ হয়ে গেল হেয়ার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অনিকেত ঘোষ। পরিবারসূত্রে জানা গেছে, সকালে মা বকাবকি করার পর থেকেই বেপাত্তা হয়ে যায় অনিকেত।

এর আগে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালীনও একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল মানিকতলার ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা অনিকেত। পরে চাকদহ থেকে তাকে উদ্ধার করে পুলিস। বৃহস্পতিবার সকালে পড়ার সময়ে আলমারি থেকে টাকা বের করা নিয়ে অনিকেতকে বকাবকি করেন মা অনামিকা ঘোষ। এরপরেই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অনিকেত। একমাত্র ছেলের নিখোঁজ হয়ে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ঘোষ পরিবারে।

First Published: Thursday, April 12, 2012, 20:38


comments powered by Disqus