দমদম বিমানবন্দরে বিদেশীর কাছ থেকে উদ্ধার কোটি টাকার হেরোইন

দমদম বিমানবন্দরে বিদেশীর কাছ থেকে উদ্ধার কোটি টাকার হেরোইন

দমদম বিমানবন্দরে বিদেশীর কাছ থেকে উদ্ধার কোটি টাকার হেরোইন দমদম বিমানবন্দরে এক বিদেশী যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২কোটি ৬৫ লক্ষ টাকার হেরোইন। আজ ভোরে দক্ষিণ আফ্রিকার নাগরিক ওয়েট ভার্মুলেন বিমানবন্দরে আসেন কাতার এয়ারলাইন্সের বিমান ধরার জন্য।

দোহা যাওয়ার টিকিট ছিল তাঁর। চেকিংয়ের সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৩০টি প্যাকেট। ওই প্যাকেটে ছিল হেরোইন। ছিল এক ধরনের রাসয়নিকও। উদ্ধার হওয়া হেরোইনের দাম আড়াই কোটি টাকারও বেশি। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। নিরাপত্তাও আঁটসাঁট করা হয়।

First Published: Saturday, October 26, 2013, 21:14


comments powered by Disqus