``ঈশ্বর কণা``-র আবিষ্কার নিয়ে সন্দিহান সার্ন

``ঈশ্বর কণা``-র আবিষ্কার নিয়ে সন্দিহান সার্ন

``ঈশ্বর কণা``-র আবিষ্কার নিয়ে সন্দিহান সার্ন সার্নের পদার্থবিজ্ঞানীরা হদিশ পেয়েছেন ``ঈশ্বর কণার``। আজ সার্নের তরফ থেকে একথাই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে হিগস-বোসন কণার আবিষ্কার নিয়ে তাঁরা সন্দিহান।

গত বছর গ্রীষ্মে লার্জ হ্যাডরন কোলাইডর যন্ত্র যে কণার সন্ধান দিয়েছিল তা প্রকৃতপক্ষে ``ঈশ্বরকণা``-রই একটি বিশেষ রূপ বলে আজ সার্নের তরফ থেকে দাবি করা হয়েছে।

পদার্থবিজ্ঞানী জো ইনকানডেলা আজ জানিয়েছেন ``এই মুহূর্তে আমরা যে কণা নিয়ে কাজ করছি নিশ্চিত ভাবেই সেটি হিগস-বোসন কণা। কিন্তু এটি কী ধরণের হিগস-বোসন কণা সেটি জানতে এখনও আমাদের বেশ কিছুটা পথ হাঁটা বাকি।``

হিগস-বোসন কণার মধ্যেই পৃথিবীর প্রকৃত জন্ম রহস্য লুকিয়ে আছে বলে মনে করেন পদার্থবিজ্ঞানীরা। কেন কোন পদার্থের ভর থাকে সে বিষয়ে সন্ধান দিতে পারে এই কণা। এই কণাটিকে পদার্থবিজ্ঞানের মিসিং লিংক হিসাবে চিহ্নিত করা হয়েছে।

গতবছর জুলাইয়ে এলএইচডি যে কণাটির সন্ধান দিয়েছিল তাকে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে হিগস-বোসন কণার অনুরূপ একটি কণা বলে অনুমান করেছিলেন।

First Published: Thursday, March 14, 2013, 21:28


comments powered by Disqus