Last Updated: April 3, 2012 20:56

হেরম্ব চন্দ্র কলেজের ছাত্র সংসদ নির্বাচনের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ছাত্রদের এক আবেদনের শুনানির সময় হাইকোর্ট এই স্থগিতাদেশ দেয়। গত ৭ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপেন সেন রায় দেন, উচ্চশিক্ষা সংসদের নির্দেশিকা তৈরি না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজের ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
কিন্তু এই নির্দেশের পরেই হেরম্বচন্দ্র কলেজের তরফে ১০ মার্চ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের নোটিস জারি করা হয়। নোটিসে বলা হয়, আগামী ৫ এপ্রিল কলেজে নির্বাচন হবে। এরপরই কলেজের ১২ জন ছাত্র আদালতে অভিযোগ জানায়। সেই প্রেক্ষিতেই আদালত হেরম্বচন্দ্র কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের রায়কে অমান্য করে কেন কলেজ কর্তৃপক্ষ এই নোটিস জারি করল, সে সেবিষয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি।
১৭ই এপ্রিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আদালতে হাজির থাকারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
First Published: Tuesday, April 3, 2012, 20:56