Last Updated: October 7, 2011 21:22

ব্রিটিশ শাসনের অবসানের পর বদলে গিয়েছে ভারতের রাজনৈতিক মানচিত্র। `সিন্ধ` এখন পাকিস্তানের একটি প্রদেশ। তাই জাতীয় সংগীত `জনগণমন অধিনায়ক জয় হে` থেকে বাদ দিতে হবে `সিন্ধ` শব্দটিকে! সম্প্রতি বম্বে হাইকোর্টে এই দাবিতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন শ্রীকান্ত মালুস্থে। কিন্তু শুক্রবার প্রধান বিচারপতি মোহিত শা`র নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছে। ১৯৫১ সালের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি নথির প্রসঙ্গ টেনে শ্রীকান্ত বলেন, সিন্ধ এর পরিবর্তে কেবলমাত্র সিন্ধু শব্দটি জাতীয় সংগীতের অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু হাইকোর্ট জানিয়েছে, দুটি শব্দের মধ্যে যে কোনও একটি ব্যবহারে কোনও বাধা নেই। ২০০৫ সালে একই ভাবে সিন্ধ-এর পরিবর্তে কাশ্মীর শব্দটি জাতীয় সংগীতে অন্তর্ভুক্তিকরণের একটি দাবি নাকচ করেছিল সুপ্রিম কোর্ট।
First Published: Friday, October 7, 2011, 21:46