Last Updated: November 5, 2013 15:59

চিংড়ি বিক্রি হল হাজার টাকা কেজি। ইলিশের কিলো ৯০০ টাকা। এক কেজি আড় কিনতে হলে গুণতে হল ৮০০ টাকা। ভাইফোঁটার দিনে বাজারে গিয়ে বোনেদের রীতিমতো হিমশিম অবস্থা।
ভাইয়ের পাতে সেরা মাছটা তুলে দিতে বোনেরা চেষ্টার ত্রুটি রাখেন না । তবে মঙ্গলবার মানিকতলা বাজারের ছবিটা ছিল একটু অন্য রকম। সাত সকালে বাজারে গিয়ে চক্ষু চড়কগাছ সকলের। একে তো চাহিদার তুলনায় মাছের যোগান কম। যাও বা মিলছে তাতেও হাত ছোঁয়ানোই যাচ্ছে না।
একঝলকে দেখে নেওয়া যাক ভাইফোঁটার মাছের বাজার দর
রুই-৩০০টাকা কিলো
কাতলা-৩৫০টাকা কিলো
ইলিশ-৯০০ টাকা কিলো
পমফ্রেট-৫৫০টাকা কিলো
চিংড়ি-৭০০-১০০০টাকা কিলো
ছোট চিংড়ি-৪০০টাকা কিলো
তোপসে- ৫০০টাকা কিলো
পারশে-৫০০টাকা কিলো
ভেটকি-৪৩০-৬০০টাকা কিলো
আড়-৮০০টাকা কিলো
মাছের বাজার আগুন। মাংস দিয়ে ভাইফোঁটার মেনু সাজাবেন তারও উপায় নেই।
এক কেজি পাঁঠার মাংসের দাম ৪৪০ টাকা
মুরগির মাংস ১৫০ টাকা কেজি
চড়া দামে মহাজনের কাছ থেকে মাছ কিনতে না পেরে অনেক বিক্রেতাই মঙ্গলবার বাজার মুখো হননি।
First Published: Tuesday, November 5, 2013, 15:59